হাসপাতালেই আত্মহত্যা রোগীর, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে
দুর্গাপুরে একটি ঘটনায় কার্যত সকলকে অবাক করে দিয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম সীতারাম সাউ । এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
গত ১৪ তারিখ দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা এই রোগী ফিসচুলার অস্ত্রপ্রচারের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে সার্জিকাল বিভাগের বেডে ওই রোগীকে দেখতে না পাওয়ায় শুরু হয় খোঁজাখুজি, এরপর ওই সার্জিকাল বিভাগের বাথরুম থেকে সীতারাম সাউকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের সিসিইউতে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যেই এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এসবের মধ্যে হাসপাতালে রোগীর আত্মহত্যা ঘটনায় প্রতিবাদ করতে মহকুমা হাসপাতালে পৌঁছে যায় বামেরা।
হাসপাতালে সামনে গিয়ে বামের অভিযোগ তোলে, নজরদারির অভাবেই এমন ঘটনা হয়েছে। তবে এই বিষয়ে সুপার জানিয়েছেন, ময়না তদন্তের পরেই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে।