রাজ্য

ইডির জিজ্ঞাসাবাদে মুখ খুলে দিলেন মণীশ কোঠারি, চরম বিপদে কন্যা সহ অনুব্রত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Manish Kothari : ইডির জিজ্ঞাসাবাদে মুখ খুলে দিলেন মণীশ কোঠারি, চরম বিপদে কন্যা সহ অনুব্রত - West Bengal News 24

ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে। এবার অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন মণীশ কোঠারি। জানা গিয়েছে, ইডি অফিসারদের মণীশ কোঠারি (Manish Kothari) জানিয়েছেন , গরু পাচারের কালো টাকাতেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের নামে ১৬ কোটি টাকার ফিক্সট ডিপোজিট করা হয়। সূত্রের খবর, ইডির জেরায় কার্যত ভেঙে পড়েছেন মণীশ কোঠারি (Manish Kothari)।

সূত্রের খবর, এর আগে ইডির জেরায় সব দায় মণীশের উপর চাপিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মণীশ আরও জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই বিভিন্ন জায়গায় টাকা আমানত করেছেন তিনি। মণীশ আরও জানিয়েছেন, কোথায়, কার অ্যাকাউন্টে টাকা রাখা হবে , সেই নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলই (Anubrata Mondal)।

তদন্তকারীদের সামনে নিজেকে পেশাদার চ্যাটার্ড অ্যকাউট্যান্ট হিসেবে দাবি করেছেন মনীশ কোঠারি। সূত্রের খবর, ইডির জেরায় কার্যত ভেঙে পড়েছেন মণীশ কোঠারি।

শুধু অনুব্রতই নন, মণীশের (Manish Kothari) বয়ানে সুকন্যা মণ্ডলও বিপদে পড়তে পারেন বলে সূত্রের খবর৷ অনুব্রতর হিসাবরক্ষক ইডি অফিসারদের জানিয়েছেন, সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা ১৬ কোটি টাকাই আসলে কালো টাকা।

মণীশ (Manish Kothari) ইডি-র তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, পেশাদার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তিনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নির্দেশ পালন করেছেন মাত্র এবং তাঁর কোনও কালো টাকা নেই।

আরও পড়ুন ::

Back to top button