ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে বসবে চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতোর মূর্তি

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম শহরে বসবে চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতোর মূর্তি

চুয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ মাহাতোর পূর্ণাবয়ব মূর্তি বসবে ঝাড়গ্রাম শহরে। এজন্য পুরবোর্ডে আলোচনা হয়েছে। মঙ্গলবার রঘুনাথের ২৮৫ তম জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে একথা জানালেন ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো।

এদিন সকালে স্টেডিয়াম সংলগ্ন গরাম থানে রঘুনাথের প্রতিকৃতি শ্রদ্ধা জানান জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, সমাজসেবী তথা রঘুনাথ মাহাতো স্মৃতিরক্ষা কমিটির সভাপতি চন্দ্রমোহন মাহাতো, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।

পরে অজিত বলেন, রঘুনাথ মাহাতোর মত জঙ্গলমহল তথা ছোটনাগপুর মালভূমি এলাকার বহু স্বাধীনতা যোদ্ধা ও মণীষী আজও যথাযথ মর্যাদা পাননি।

তাঁদের ত্যাগ ও আত্মবলিদানের কাহিনী ভুলে গেলে চলবে না। শহরে রঘুনাথের পূর্ণাবয়ব মূর্তি বসানোর হবে বলে আশ্বাসও দেন অজিত।

আরও পড়ুন ::

Back to top button