Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

একের পর ভাঙন পূর্ব বর্ধমান জেলা বিজেপিতে, সহসভাপতির পর এবার পদত্যাগ আরও ৩২ পদাধিকারীর

একের পর ভাঙন পূর্ব বর্ধমান জেলা বিজেপিতে, সহসভাপতির পর এবার পদত্যাগ আরও ৩২ পদাধিকারীর

বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির কথা আমরা সকলেই জানি। সেই হারের অন্যতম কারণ ছিল বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্ধ। আর এই ঘটনা থেকে পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও। কিছুদিন আগেই পূর্ব বর্ধমান সদর জেলার বিজেপি সহ-সভাপতি শ্যামল রায় নিজের পদ ও দল থেকে ইস্তফা দিয়েছেন।

এই ঘটনায় জেলা সভাপতির অভিজিৎ তা এর নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে পূর্ব বর্ধমান বিজেপির সদর জেলার আরো কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করলেন।

জেলার আদিবাসী মোর্চার সাধারণ সম্পাদক ও রাজ্য কমিটির তপশিলি মোর্চার সদস্য রাজু পাত্র, সদর জেলার ৩২ নম্বর জেডিপির অঞ্চল সভাপতি প্রফুল্ল ঘোষ, জেলার ৩২ নম্বর জেডিপির ২০৮ নম্বর বুথ সভাপতি রানা দাস, ৩২ নম্বর জেডিপির শক্তি কেন্দ্রের প্রমুখ গৌতম ঘোষ, ৩২ নম্বর জিডিপির তপশিলি জাতি কমিটির সভাপতি শিবু মালিক পদত্যাগ পত্র জমা দেন।

নেতাদের অভিযোগ, দলে তাঁদের কোন সম্মান নেই। সভাপতি তাঁদের কথা শোনেন না। এই পদত্যাগ পত্র রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও পাঠানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।

একে বিধানসভা ভোটে ভরাডুবি তাঁর উপর গোষ্ঠীদ্বন্ধ কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপিকে।

আরও পড়ুন ::

Back to top button