বর্ধমান

আগামী ২৮শে মার্চ সিঙ্গুর থেকে সূচনা হতে চলেছে ‘পথশ্রী ‘ প্রকল্পের; পরিদর্শনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না

আগামী ২৮শে মার্চ সিঙ্গুর থেকে সূচনা হতে চলেছে 'পথশ্রী ' প্রকল্পের; পরিদর্শনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না

পশ্চিমবঙ্গ সরকারের “পথশ্রী অভিযান” প্রকল্প একটি সড়ক মেরামতের প্রকল্প, যেখানে রাজ্যের ১২,০০০ কিলোমিটার জুড়ে ৭,০০০ টি প্রসারিত রাস্তা একটি মিশন মোডে এবং একটি সময়সীমাবদ্ধভাবে মেরামত করা হবে।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হচ্ছে।

এই কাজ করা হবে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে। এই প্রকল্পে তৈরি করা হবে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা। প্রকল্পের অধীন নিজস্ব তহবিল থেকে এই রাস্তা করবে রাজ্য।

আগামী ২৮ মার্চ সেই প্রকল্পের শুভ সূচনা হবে সিঙ্গুর থেকে এমনটাই জানা যাচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর থেকে এই প্রকল্পের সূচনা করবেন বলে তৃণমূল সূত্রে খবর।

সেই কারনে বৃহস্পতিবার সিঙ্গুরের রতনপুরে জায়গা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মাননীয় বেচারাম মান্না, জেলাশাসক মাননীয়া পি দীপা প্রিয়া, হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার মাননীয় আমন দীপ সহ জেলার একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন ::

Back to top button