Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে লুকিয়ে শহর ছাড়লেন অঙ্কুশ! কেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Ankush Hazra and Oindrila Sen : প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে লুকিয়ে শহর ছাড়লেন অঙ্কুশ! কেন? - West Bengal News 24

১৩ বছর হতে চলল সম্পর্ক, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও নাম নেই। কেন ? টলিউডের (Tolywood) এই জুটির ভক্ত প্রথম থেকেই কম নয়। সুখবরের অপেক্ষায় যখন দিন গুনছেন ভক্তরা, ঠিক সেই সময় বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন খোদ অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

তখনই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন অভিনেতা, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না”। না বিচ্ছেদের গন্ধ পাওয়ার কোনও দরকার নেই।

প্রেমেই রয়েছেন তাঁরা। গত কয়েক মাস ধরে আগামী ছবির প্রচারে এমনই নানা কাণ্ড ঘটিয়ে চলেছেন তাঁরা। সেই সুবাদেই খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছে এই জুটি। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।

সেখানেই এঁদের বিয়ে ঘিরে সমস্যা, ছবির প্লটকেই সামনে তুলে এনে সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার ভিডিয়ো শেয়ার করেন তাঁরা। এবার সামনে এল অন্য ভিডিয়ো।

প্রেমিকা ঐন্দ্রিলার (Aindrila Sen) সঙ্গেই ঘনিষ্ট অঙ্কুশ। লিখলেন, ”এই তো জীবন | ১৪ই এপ্রিল কি হবে তো জানিনা তাই যা রোম্যান্স আছে সেরে ফেলি।

আরও পড়ুন ::

Back to top button