ঝাড়গ্রাম

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের শৌচাগারের ছাদে বড় বোম, চাঞ্চল্য

স্বপ্নীল মজুমদার

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের শৌচাগারের ছাদে বড় বোম, চাঞ্চল্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে স্কুলের শৌচাগারের ছাদে মিলল বড় মাপের চকোলেট বোম।

শনিবার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার স্কুলের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাছুরডোবার ননীবালা বালিকা বিদ্যালয়ে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কুমোদ কুমারী ইনস্টিটিউশন এবং সেবায়তন গার্লস হাই স্কুলের মোট ২৮৫ জন ছাত্রছাত্রী।

এদিন ছিল শেষ পরীক্ষা। ননীবালা বিদ্যালয়ের এক শিক্ষিকা স্কুলের দোতলা থেকে লক্ষ করেন বাথরুমের ছাদে বোমের কিছু একটা রাখা রয়েছে। তড়িঘড়ি বিষয়টি তিনি জানান প্রধান শিক্ষিকাকে।

প্রধান শিক্ষিকা স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে স্কুলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। বোমটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন, কে বা কারা বড় আকারের চকলেট বোমাটি রেখেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এদিন পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button