বর্ধমান
রেলগেটের তার চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর, অতঃপর …
বিভিন্ন ধরনের চুরির ঘটনা শোনা যায় চারদিকে। কোথাও গয়না, কোথাও মোবাইল, কোথাও মানিব্যাগ। কিন্তু আজ পূর্ব বর্ধমান জেলার ক্ষেতিয়া রেলগেটের সামনে বৈদ্যতিক তার চুরি করতে আসা তিন জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল দেওয়ান দিঘি থানার পুলিশ।
পুলিশ সুত্রের খবর ধৃতের নাম সুরজ শেখ নানুর থানার বাসিন্দা ,মনু ও ঝন্টু খান কেতুগ্রাম থানার বাসিন্দা ।
এই ধৃত তিন জন বর্ধমানে মালির বাগানে ঘর ভাড়া নিয়ে থাকত বলে জানা যায়। এই ধৃত তিন দুস্কৃতি ক্ষেতিয়া রেলগেটের সামনে বৈদ্যতিক তার চুরি করতে আসার সময় পুলিশের জালে ধরা পড়ে এক জন দুস্কৃতি।
তত্ক্ষণাত্ দুই জন দুস্কৃতি সেখান থেকে পালিয়ে যায় পরে দেওয়ান দিঘি থানার তত্পরতায় বাকি দুই জন দুস্কৃতিকে আটক করা হয়। বুধবার তাদের বর্ধমান আদালতে পাঠায় দেওয়ানদিঘি থানার পুলিশ।