ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লকের ৫৩ টি উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রতি ২ জন করে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো।
৫ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। মূলত বয়:সন্ধি কালের ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কিভানে এই সমস্যার সমাধান করে শিক্ষক শিক্ষিকারা তাদের পাশে দাঁড়াবেন তাদের সাহস জোগাবেন সেগুলো আলোচনা করা হয়।
এছাড়াও কিভাবে বাচ্ছারা সু স্বাস্থ্যের অধিকারী হবে সেই সব বিষয়েও আলোচনা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ, ডাঃ রাজীব বসু সহ অন্যান্যরা।
সারাদিন ব্যাপী চলছে এই প্রশিক্ষণ শিবির। দুপুরে আহারের ব্যবস্থাও থাকছে। এই শিক্ষা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক সুস্থতায় বিশেষ সাহায্য করবে বলে আশা প্রকাশ করছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা।
ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগে কার্যত খুশি এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবক এবং অভিভাবিকারা।