ফের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় পা রেখেই প্রায় তিন লক্ষ মানুষের হাতে তুলে দেবেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা। খেজুরি ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার উপহার জেলার বাসিন্দাদের দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানটি হবে খেজুরির ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। সেখানেই লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের পরিষেবা পাবেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। যাদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীন সাইকেল পাবেন ৭৭ হাজার ছাত্র-ছাত্রী। এদিন তিনি উদ্বোধন করবেন প্রায় ৫০০ কোটি টাকার মূল্যের ৫৫৪টি প্রকল্পের। শিলান্যাস ৩০০ কোটি টাকা মূল্যের ৭০ টি প্রকল্পের।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ৪ এপ্রিল কর্মী সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার জন্যই দলীয় কর্মী সমর্থকরাও কোমর বাঁধতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলা সফর রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ পরিষেবা অনুষ্ঠানের পাশাপাশি এই সফরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই একাধিক নির্দেশ দিয়ে এসেছিলেন জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই সমস্ত কাজের অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রী খোঁজখবর নিতে পারেন বলে মনে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ফের পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।