সাত সকালে প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধার সোনার হার ছিনতাই করে পালাল সাইকেল আরোহী এক দুষ্কৃতী।
সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ের কাছে আলি অ্যাপার্টমেন্ট থেকে ঝাড়গ্রাম নার্সিং হোম যাওয়ার রাস্তার মাঝে ঘটনাটি ঘটেছে।
ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেও দিনের বেলা শহরের রাস্তায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকার একটি বহুতলের সিসি ক্যামেরার ফুটেছে সাইকেল আরোহী দুষ্কৃতীর ছবিও পাওয়া গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের রঘুনাথপুরের ক্যানেল পাড় এলাকার একটি বহুতল আবাসনের বাসিন্দা পেশায় শিক্ষক প্রদীপকুমার মণ্ডলের ৮০ বছর বয়সী মা ভক্তি মণ্ডল এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন।
সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ভক্তিদেবী রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা এক সাইকেল আরোহী পিছন দিক থেকে তাঁর গলার সোনার হার টেনে ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। ভক্তিদেবীর চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। ততক্ষণে সাইকেল আরোহী দুষ্কৃতী হার নিয়ে সেটেলমেন্ট মোড় হয়ে স্টেডিয়ামের দিকে চলে যায়।
ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন ওই বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ তদন্তে আসে। ভক্তিদেবী জানান, তিনি বাঁকুড়ার রাইপুর থানার শিয়াড়বিন্দায় গ্রামের বাড়িতে থাকেন। দিন পনেরো আগে ঝাড়গ্রাম শহরে ছেলের বাড়িতে এসেছেন। প্রতিদিন প্রাতর্ভ্রমণ করতেন। এদিনও সকালে হাঁটতে রেরিয়েছিলেন।