শিশুদের জাম্পিং এ উঠে মৃত্যু প্রাপ্তবয়স্কের
রামনবমী উপলক্ষে শান্তিপুর হরিপুর এলাকায় বসে মেলা। সেখানকার সমস্ত এলাকাবাসীদের দূর দূরান্তের আত্মীয়-স্বজনরা উপস্থিত হন। সেই রকমই বাবলু রায়ের ভাগ্নি রুমা রায় জামাই নাটুরায় এবং তাদের দুই সন্তান নিয়ে রামনবমীর দোল দেখতে আসে। সর্দারপাড়া এলাকায়, মেলার বিভিন্ন সামগ্রীর মধ্যে শিশুদের জাম্পিং ও আসে।
যদিও তাতে শুধুমাত্র শিশুদেরই ওঠার কথা। কিন্তু বর্ধমান জেলার পান্ডুয়া থানার মহানাদ থেকে আসা জামাই নাটু রায়, ওই জাম্পিং এ উঠে পড়ে, কর্মচারীদের খেতে যাওয়ার সুযোগে। এলাকাবাসীর কথা অনুযায়ী, গত শুক্রবার বারণ করলেও শোনে না ৪০ বছর বয়সী পাড়ার ওই জামাই। এরপর লাফাতে গিয়ে হঠাত্ই, তিনি নেটের মধ্যেই লুটিয়ে পড়েন।
ঘামতে থাকেন, ঘটনাটা প্রতিবেশীরা লক্ষ্য করে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে চিকিত্সা রত অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তার নিজস্ব বাসভবন বর্ধমানে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই, জাম্পিংয়ের ওই কর্মচারীরা আগেভাগেই চলে গেছেন মেলা শেষ হওয়ার আগেই। অন্যদিকে শোকের ছায়া নেমে আসে, শান্তিপুর হরিপুর সরদারপাড়া এলাকায়।