সন্তানদের অত্যাচারে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা মা
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়া সন্তানদের অত্যাচারে গতকাল সোমবার প্রশাসনের দ্বারস্থ হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। অত্যাচারিতা লক্ষ্মী বালা সরকারের বাড়ি কালনার পূর্বস্থলী থানার মাজিদা গ্রাম পঞ্চায়েতের চর চুয়াডাঙ্গা গ্রামে।
এই বৃদ্ধার ছয় ছেলে এবং দুই মেয়ে । বৃদ্ধার অভিযোগ সন্তানদের কয়েকজন অসৎ উপায় অবলম্বন করে তার জমি জায়গা নিজেদের নামে দলিল করে নিয়েছে। তারপরেই বৃদ্ধাকে তার স্বামীর ঘর থেকে বিতাড়িত করে বলে অভিযোগ।
সেই থেকেই এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত স্বামীর বাড়ি থেকে দূরে থাকা এক সন্তানের কাছে তার আশ্রয় হয়েছে। দীর্ঘ ১২ বছর আগে ভিন রাজ্যে বিয়ে হয়ে যাওয়া ২ কন্যা মায়ের এই করুন অবস্থার কথা জানতে পারেন। তারা ভিন রাজ্য থেকে ফিরে এসে মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করলে, তারাও লাঞ্ছিত হন বলে অভিযোগ।
ভিন রাজ্যে বিয়ে হয়ে যাওয়া দুই কন্যা সন্ধ্যা মজুমদার ও শ্রীলেখা সরকার শর্মা মাকে নিয়ে বিচার চাইতে কালনা আদালতে এসেছিলেন। এদিন সরকারি ছুটি থাকায় কালনা মহকুমা শাসককে অভিযোগ জানাতে না পারলেও, তারা কালনা মহাকুমা পুলিশ অফিসারকে লিখিত অভিযোগ জানাতে সক্ষম হয়েছেন।
পাশাপাশি তারা কালনা আদালতেও একটি মামলা করেছেন। তাদের আইনজীবী সিদ্ধার্থ শংকর মন্ডল বলেন– ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমি যথাসাধ্য চেষ্টা করব বৃদ্ধাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার।