Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

গ্রেপ্তার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভরা আদালতে নিজেকে নির্দোষ দাবি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গ্রেপ্তার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভরা আদালতে নিজেকে নির্দোষ দাবি

পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখতে মোটা টাকা ঘুষ , ফৌজদারী মামলায় গ্রেপ্তার হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) , যা ইতিহাসে প্রথম। ভারতীয় সময় অনুযায়ী রাজ বারোটা নাগাদ নিউ ইয়র্কের মেনহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের , কিন্তু তার আগেই তাকে হেফাজতে নেয় মার্কিন পুলিশ।

আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসের (Stormi Daniyels) সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যা নিয়ে রীতিমতো ঢিঁঢিঁ পড়ে গিয়েছে গোটা আমেরিকায়। শোনা গিয়েছে , এই মহিলার তারকার সঙ্গে নাকি শারীরিক সম্পর্কও হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। আর সেটাই লুকোতে চেয়েছিলেন ট্রাম্প।

স্টর্মির দাবি, ২০০৬ সালে একটি গলফ টুর্নামেন্টে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয়। তারপরেই তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ট্রাম্প। নিজের বই ‘ফুল ডিসক্লোজার’-এ স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছেন ওই অ্যাডাল্ট ফিল্ম তারকা। ক’দিন আগেই জানিয়েছিলেন ২০২৪ এর নির্বাচনের রিপাবলিক পার্টির হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে লড়তে চান। তার মধ্যেই বড়সড় বিপাকে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

২০১৬ সাল। মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে শামিল হয়েছেন আমেরিকার অন্যতম বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে নাকি স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ‘হাশ মানি’ দিয়েছিলেন তিনি। অভিযোগ, ট্রাম্প ও তাঁর সম্পর্ক নিয়ে যাতে স্টর্মি মুখ না খোলেন, সেই কারণেই ওই বিপুল টাকা দেওয়া হয়েছিল তাঁকে। সম্প্রতি আদালতে এ নিয়ে অভিযোগ আনেন ডেমোক্র্যাটিক দলের সদস্য তথা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ (Alvin Brag)৷ গত বুধবার ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) এই হাশমানি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।

আরও পড়ুন ::

Back to top button