বর্ধমান

জাল সার্টিফিকেট দিতে গিয়ে ধরা পড়লো যুবক

জাল সার্টিফিকেট দিতে গিয়ে ধরা পড়লো যুবক

পাসপোর্ট বানানোর জন্য জাল জন্ম সার্টিফিকেট জমা দিয়ে ডিআইবির হাতে ধৃত এক যুবক। বৃহস্পতিবার ওই যুবককে তোলা হল কালনা আদালতে। যুবকের নাম আকাশ মন্ডল।

কালনার শাসপুরের বাসিন্দা আকাশ মন্ডল নামের এক যুবক নিজের পাসপোর্ট তৈরির জন্য জন্ম সার্টিফিকেট জমা দেয়। এরপরেই কালনা ডিআইবির নজরে আসে ওই সার্টিফিকেট। শংসাপত্রে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। সার্টিফিকেটকে ঘিরে সন্দেহ তৈরি হয়।

এমতাবস্থায় উক্ত দফতর ঘটনার তদন্তে নেমে জানতে পারে সার্টিফিকেটটি জালকোথা থেকে কী ভাবে এল এই জাল জন্ম সার্টিফিকেট, সে বিষয়ে ওই যুবককের থেকে ডিআইবি কর্তারা জানতে চায়। তাকে জেরা করেও কিছুই জানা যায়নি।

এরপরেই কালনা থানার পুলিশের হাতে ওই যুবককে জাল সার্টিফিকেট সহ তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে কালনা কোটের বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজত দেয়।

আরও পড়ুন ::

Back to top button