বর্ধমান

অবশেষে কাঁকসার মাধবমাঠে পানীয় জলের ব্যবস্থা করলো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ

অবশেষে কাঁকসার মাধবমাঠে পানীয় জলের ব্যবস্থা করলো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ

অবশেষে কাঁকসার মাধবমাঠে পানীয় জলের ব্যবস্থা করলো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। গত কয়েকমাস আগে কাঁকসার মাধবমাঠ লোহার পাড়ায় সমস্ত টিউবওয়েল খারাপ হয়ে যাওয়ার কারণে তীব্র জলকস্ট দেখা দিয়েছিলো।

যাদের বাড়িতে সাবমার্শিবেল পাম্প রয়েছে তাদের বাড়ি থেকেই বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে হত স্থানীয় বাসিন্দাদের। প্রায় ৫০ টি পরিবার জল কষ্টের মধ্যে ছিলেন।

এলাকাবাসীর সমস্যার কথা সংবাদমাধ্যমে তুলে ধরা হয়। অপর দিকে জলের ট্যাঙ্কের মাধ্যমে তড়িঘড়ি বিকল্প জলের ব্যবস্থা করে কাঁকসা গ্রাম পঞ্চায়েত। সেই খবর সম্প্রচার হওয়ার পরই তড়িঘড়ি জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় সাবমার্শিবেল পাম্প বসানোর কাজ শুরু হলো আজ থেকে।

আজ সেই কাজ খতিয়ে দেখেন জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস। এলাকায় পানীয় জলের ব্যবস্থা হওয়ায় খুশি এলাকার মানুষ। তারা জানিয়েছেন তাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিলো পানীয় জলের। দ্রুত পানীয় জলের ব্যবস্থা হওয়ায় গরমের সময় অনেকটা সুবিধা হলো তাদের।

প্রতি বছর গরমের সময় এলাকার সমস্ত পুকুর শুকিয়ে যায়। অন্যের বাড়ি থেকে জল আনতে হতো।কিংবা দূর থেকে জল আনতে হতো। এবার বাড়ির সামনেই তারা জল পাবেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত কাজ শেষ করতে চাইছে প্রশাসন এমনটাই জানিয়েছে পঞ্চায়েত।

আরও পড়ুন ::

Back to top button