বর্ধমান
যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখে বড়ো হচ্ছে গুসকরা স্টেশন
বর্ধমান রামপুরহাট লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন গুসকরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গুসকরা স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বড় করা হচ্ছে।
গুসকরা স্টেশনে জোড়া প্ল্যাটফর্ম বড় হচ্ছে। বর্তমানে প্লাটফর্মের দৈর্ঘ্য রয়েছে ৩৪৭ মিটার। সংস্কারের পর তা হচ্ছে ৫৭২.৫০ মিটার। উল্লেখ্য, গুসকরা স্টেশনের প্ল্যাটফর্ম নিয়ে যাত্রীদের অভিযোগ বহুদিনের।
মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলি গুসকরা স্টেশনের স্টপেজ দিলেও বেশ কিছু কামরা থাকত প্লাটফর্মের বাইরে। ফলে ঝুঁকি নিয়েই ওঠানামা করতে হত যাত্রীদের। গুসকরা ছাড়াও মল্লারপুর স্টেশনের দৈর্ঘ্যও বাড়ছে।