ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার হল স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকায় দরজা ভেঙে ওই শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের নাম সুকুমার বর্মন (৪৯)। স্থানীয় রান্টুয়া হাইস্কুলের সহ শিক্ষকের পদে ছিলেন সুকুমার। এক সময় ওই স্কুলের টিচার ইনচার্জও ছিলেন তিনি।
তাঁর আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল থানার সাধুপুরের রজত জুবিলি পাথরপাড়ায়। রান্টুয়ায় সপরিবারে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
সকালে তাঁর স্ত্রী অসীমা ঘুম থেকে উঠে দেখেন যে ঘরে স্বামী থাকেন সেই ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে ধুতির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ওই শিক্ষককে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, সুকুমার ঋণে জর্জরিত ছিলেন। এই কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন সুকুমার।