ঝাড়গ্রাম

২২ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার যুবক, হেফাজতে নিয়ে পুলিশি জেরা

স্বপ্নীল মজুমদার

২২ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার যুবক, হেফাজতে নিয়ে পুলিশি জেরা
প্রতিকী ছবি

জালনোট সমেত এক যুবককে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।

ধৃতের নাম চন্দন গড়াই। তার বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে শহরের উপকন্ঠে কদমকাননের কাঞ্চন তেল মিল এলাকা থেকে চন্দনকে ধরা হয়।

তার কাছ থেকে ২২ হাজার টাকা মূল্যের দু’হাজার টাকার ১১টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী শহরের বাজারে জাল নোট চালানোর চেষ্টা করছে বলে খবর পাওয়া যায়। সেই খবরের সূত্র ধরে চন্দনকে ধরা হয়েছে।

এসডিপিও (ঝাড়গ্রাম) অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন, ধৃতকে জেরা করে জালনোট চক্রের আরও কেউ যুক্ত কি-না তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button