মাঠে খেলার সময় সাপের ছোবলে মৃত্যু হল এক বালকের। ঝাড়গ্রাম থানার ঝাড়াগেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃতের নাম গণেশ মান্ডি (১২)। ঝাড়াগেড়িয়া গ্রামেই তার বাড়ি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গণেশের মৃত্যু হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, জমিদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র গণেশ সোমবার বিকেলে গ্রামের মাঠে খেলছিল। ওই সময় তার বাঁ পায়ে একটি বিষধর সাপ ছোবল মারে।
দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি জানিয়ে অসুস্থ হয়ে পড়ে গণেশ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
সোমবার সন্ধ্যা থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা গণেশের মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে। গণেশের বাবা পেশায় দিনমজুর রবিন মান্ডি বলেন, তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে গণেশ সোমবার মাঠে খেলতে গিয়েছিল। ফিরে জানায় তাকে সাপে কামড়েছে।
সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হল না। একমাত্র ছেলের মৃত্যুতে ঘনঘন সংজ্ঞা হারাচ্ছেন মা পানমণি মান্ডি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।