বাইক দূর্ঘটনায় মৃত দুই বিজেপি কর্মী, দুর্ঘটনা নাকি খুন উঠছে প্রশ্ন
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি কর্মকর্তার। বারাবনির আমডিহা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার শিকার হন দুই বিজেপি নেতা। ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে বিজেপি নেতাদের বাইকের। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও, মৃত্যু হয়েছে দু’জনের। কিন্তু সত্যিই কি তারা দুর্ঘটনার শিকার? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? অন্তত তেমনটাই ইঙ্গিত করছে জেলা বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, বারাবনি এলাকার দু’জন দাপুটে বিজেপি কর্মকর্তা বাবলু সিং এবং মহেন্দ্র সিং। দু’জনেই বারাবনির দাসকেরিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, বাড়ি থেকে তাঁরা আসানসোলের দিকে যাচ্ছিলেন। তখনই একটি ডাম্পারের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। আমডিহা পেট্রোল পাম্পের কাছে ডাম্পারের তলায় চাপা পড়েন দুই বিজেপি নেতা। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দুর্ঘটনার জেরে তারা প্রাণ হারিয়েছেন তাঁরা।
অন্যদিকে এই খবর পাওয়া মাত্রই দুই বিজেপি নেতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে আসানসোল হাসপাতালে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।বিজেপি নেতৃত্বের অভিযোগ, মৃত দুই বিজেপি নেতা বিগত কয়েক মাস ধরে দাসকেরিয়ার বাড়িতে থাকছিলেন না। থাকছিলেন আসানসোলে। পরিবারের সঙ্গে দেখা করতে তাঁরা সকালের দিকে গ্রামের বাড়িতে যেতেন। এদিনও তেমনি হয়েছিল। কিন্তু ফেরার পথে তারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এরপরেই বিজেপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে অন্যদিকে। তাঁরা বলছেন, দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু দেখে তাঁরা অবাক হয়ে গিয়েছেন।
সত্যি কি দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? বিষয়টি তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতারা। পাশাপাশি দুর্ঘটনারস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চেয়েছেন তারা। একদিকে যখন ব্যবসায়ী রাজু ঝাঁয়ের মৃত্যুতে পশ্চিম বর্ধমান জেলা উত্তাল, তার মধ্যেই দুই বিজেপি কর্মকর্তার মৃত্যুতে নতুন করে আবার নানান প্রশ্ন উঠছে।