পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পেয়ে খুশির মেজাজ সমর্থকদের
রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক জেলা কমিটি ঘোষিত হচ্ছে। কিছুদিন আগেই ঘোষিত হয়েছে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি এরপর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে পশ্চিমবর্ধমানের জেলা কমিটি। তৃণমূল সূত্রে খবর স্বচ্ছ ভাবমূর্তি এবং ভালো কাজ করার মানসিকতা আছে এমন ব্যক্তিদের এই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটিতে জায়গা করে নিয়েছেন কিছু ব্লকের প্রাক্তন সভাপতি, কিছু প্রাক্তন বিধায়ক।
এই দিন পশ্চিমবর্ধমানে দেখা গেলো শুধু উল্লাস। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সকলের প্রিয় পান্ডবশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কে সম্বর্ধনা জানানো হলো কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেস নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে !
জেলা সভাপতি হলেও তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক !আর এই সম্বর্ধনা পেয়ে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কুলটি ব্লক তৃনমুল কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানান ! তিনি বলেন যে বীরভূম জেলার খয়রাসোল এলাকায় মিটিং সেরে তিনি পশ্চিমবর্ধমান জেলাসভাপতি দায়িত্ব পাওয়ার পর জেলা থেকে কুলটি ব্লকের তৃনমুল নেতৃত্বের থেকে সর্বপ্রথম সম্বর্ধনা পেলেন বলে জানান ।
তিনি এও বলেন যে প্রতিটি বুথে বুথে গিয়ে দলীয় কর্মী ও নেতৃত্বের সাথে যোগাযোগ করবো এবং পশ্চিম বর্ধমান জেলাতে তৃনমুল কংগ্রেসের হওয়া বইছে সেই হাওয়া কে আমরা ঝড়ে পরিনতো করবো বলে বার্তা দেন! এদিন সম্বর্ধনার মধ্যে দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্বের সাথে কথা বলেন ।
উপস্থিত কুলটি ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র সহ তৃনমুল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা !