প্রায় ৭৫ দিন পর অবশেষে কেদারনাথ জয় করে বাড়ি ফিরলেন বর্ধমানের দেবু
গতবছর পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সুন্দরবন থেকে কেদারনাথে সাইকেল যাত্রা করেছিলেন তিন যুবক। তাঁদের লক্ষ্য ছিল, পৃথিবীকে আরও সবুজ করে তুলতে হবে, এই বার্তা প্রচার করা। এবার ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ এবং পরিবেশ দূষণ রোধ করার বার্তা প্রচার করতে পায়ে হেঁটে লাদাখ গেলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহিশীলা কলোনীর টোটো চালক দেবু মুখার্জী।
ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ এই শ্লোগান নিয়ে পায়ে হেঁটে লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবু। প্রায় ৭৫ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন। এই পুরো যাত্রায় প্রায় ২৪০১ কিলোমিটার পথ হেঁটেছেন এই টোটো চালক। দেবু মুখার্জি জানান, এই যাত্রাপথে অনেক অসুবিধা হয়েছে। তবে সব জায়গার পুলিশ প্রশাসন তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
বিভিন্ন রাজ্যের অগুনতি মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তাঁরা সকলেই তাঁকে উত্সাহ দিয়েছেন। সাহায্য করেছেন। বিভিন্ন গ্রামে, শহরে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। পরিবেশ দূষণ রোধ করতে, প্লাস্টিক ব্যবহার কম করার বার্তা দিয়েছেন তিনি। পারিবারিক অবস্থা ভালো নয়। বাবার ছোট দোকান। নিজেও সারাদিন টোটো চালান। তবে পরিবেশকে বাঁচাতে এই পথ চলা হত না, যদি তাঁর বন্ধু বান্ধব তাঁকে সাহায্য না করতেন।
দেবু জানিয়েছেন, বন্ধুরাই উত্সাহ দিয়েছেন। সাহায্য করেছেন। কেউ সামর্থ মত টাকা পাঠিয়েছেন। কেউ আবার বেনারসে দেখাও করতে গিয়েছিলেন। সব শেষে পরিবেশ বাঁচানোর বার্তা প্রচার করতে পেরে খুশি আসানসোলের এই টোটোচালক।