Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিয়ে বাড়ির প্যান্ডেল, বিপাকে কন্যার পিতা

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিয়ে বাড়ির প্যান্ডেল, বিপাকে কন্যার পিতা

বৈশাখ -জৈষ্ঠ মাস মানেই বাঙালির বিয়ের মরসুমের সূচনা। কিন্তু এই বৈশাখ মাসে সবচেয়ে বড়ো সমস্যা হলো কালবৈশাখী।আজ এইরকম এক ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানে। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল বিয়ে বাড়ির প্যান্ডেল। বরাত জোরে রক্ষা পেলেন বিয়ে বাড়ির প্যান্ডেলে খেতে বসা আত্মীয় পরিজন। দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান খণ্ডঘোষের মোগলমারি এলাকায়।

মেয়ের বিয়ের দিনেই কালবৈশাখী ঝড়ে প্যাণ্ডেল লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে গিয়েছেন কন্যা দায়গ্রস্ত পিতাসহ পরিজনরা ।

মোগোলমারি গ্রামে বসবাস করেন সেখ জামিন উদ্দিন ও তাঁর পরিবার। এদিন তাঁর মেয়ের বিয়ে । তাই আমন্ত্রিতদের খাওয়াদাওয়া ও বরযাত্রীদের বসার জন্য সাজানো গোছানো এলাহি প্যান্ডেল করা হয়েছিল।আত্মীয়-স্বজনের ভিড়ে এদিন সকাল থেকেই জমজমাট ছিল বিয়ে বাড়ি । এই অবস্থার মধ্যেই সব আয়োজনে জল ঢেলে দেয় দুপুরে হঠাত্‍ করে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে একপ্রকার ধূলিসাত্‍ হয়ে যায় প্যান্ডেল ।

ঝড়ের এমন তাণ্ডব দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিয়ে বাড়িতে থাকা অতিথিরা। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা থাকলেও প্যান্ডেল লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় আত্মীয় পরিজন ভালোভাবে খেতে পর্যন্ত পারেনি। কিভাবে পরিস্থিতি সামাল দেবেন সেই নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। জামিন উদ্দিন বলেন,রাতের বেলা সব মিলিয়ে হাজার দুয়েক নিমন্ত্রিতকে কোথায় বসিয়ে খাওয়াবেন সেটা ভেবে কিছু কুলকিনারা পাচ্ছেন না।

আরও পড়ুন ::

Back to top button