Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

রোহিতের সমালোচনায় সরব গাভাসকর থেকে শ্রীকান্ত, দিলেন বিশেষ পরামর্শও

Rohit Sharma : রোহিতের সমালোচনায় সরব গাভাসকর থেকে শ্রীকান্ত, দিলেন বিশেষ পরামর্শও - West Bengal News 24

রোহিতের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে বেজায় ক্ষুব্ধ গাভাসকর-শ্রীকান্তরা। প্রাক্তন ভারত অধিনায়ক থেকে প্রাক্তন নির্বাচক কেউই হিটম্যানের এমন হাল মানতে পারছেন না।

ম্যাচের পর ম্যাচ শূণ্য করছেন হিটম্যান।শ্রীকান্তের সাফ কথা, ‘আমি যদি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতাম, তাহলে ওকে প্রথম একাদশেই রাখতাম না।’ একা শ্রীকান্ত নন, রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও।

আগেই রোহিতকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এদিন ফের সেই একই পরামর্শ দিলেন গাভাসকর। তিনি বলেন, ‘রোহিত শর্মার উচিত কয়েকদিন বিশ্রাম নেওয়া। কারণ ওর নেতৃত্বেই আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তাই ওকে আপাতত ফিট থাকতে হবে।’

কিছুটা রেগেই সানি বলেন, ‘ও যে ম্যাচের মধ্যে আছে সেটা আমার মনে হয় না। কারণ ও যে শটগুলি নির্বাচন করছে সেটা কোনও অধিনায়কের হতে পারে না। পাওয়ার প্লে-তে দুটি উইকেট পড়ে যাওয়া কোনও ব্যাপার নয়। কিন্তু নিজেকে সব সময় ফর্মে রাখতে হয়।’

চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে রোহিতের রান মাত্র ১৮৪, স্ট্রাইক রেট ১২৬। গড় ১৮। গত বছর থেকেই রোহিতের আইপিএলে পারফরম্যান্স একেবারেই ভালো নয়, ব্যাট হাতে রান পাচ্ছেন না। গত বছরেও এরকমই ছিল হিটম্যানের পাৱফরম্যান্স। ২০২২ সালে গোটা মরসুমে ২৬৮ রান করেছিলেন তিনি। গড় ২০-র নিচে। স্ট্রাইক রেট ছিল ১২০।

আরও পড়ুন ::

Back to top button