কর্মসংস্থানের জন্য যে সংস্থা এমবিএ ডিগ্রি দিয়ে থাকে এবার সেই সংস্থাতেই চাকরির সুযোগ। অ্যাকাডেমিক অ্য়াসোসিয়েট পদে কর্মী নিয়োগ করছে কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (Indian Institute of Management Calcutta)। ইমেল মারফত করা যাবে আবেদন।
নিয়োগকারী সংস্থা : কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (Indian Institute of Management Calcutta)।
পদের নাম ; অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট (Academic Associate)।
শূন্যপদের সংখ্যা : ২০ নিয়োগস্থল : পশ্চিমবঙ্গের কলকাতা।
বেতন : প্রতি মাসে বেতন মিলবে ৩৪ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের স্নাতকোত্তর ও কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
আবেদনমূল্য : প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। আগ্রহী প্রার্থীদের ইমেলে করতে হবে আবেদন। ইমেল আইডি : [email protected] ।