বিজেপি-ই থাকবে ক্ষমতায়, নাকি বাজিমাত করে নিয়ে যাবে কংগ্রেস? দেবগৌড়ার জেডি (এস) কী হয়ে উঠবে নির্ণায়ক ফ্যাক্টর? কর্ণাটকে বিধানসভা (Karnataka Assembly Election) ফলাফলের দিকে আজ সারা দেশের নজর৷ একাধিক বুথ সমীক্ষা রিপোর্টের ইঙ্গিত, এই দফা ভাল ফল করতে চলেছে কংগ্রেস৷
কেউ কেউ অবশ্য ত্রিশঙ্কুর ইঙ্গিত দিয়েছে৷ শনিবার সকালে ইভিএম খুলতেই অবশ্য ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)৷ এমন যখন পরিস্থিতি তখন শিমলার জাকুতে মন্দিরে পুজো দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷
আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার কামিজ পরে এদিন সকাল সকালই মন্দিরে পুজো দিতে পৌঁছন প্রিয়াঙ্কা৷ গলায় ছিল হলুদ উত্তরীয়৷ পুজো দিয়ে তিনি বলেন, ‘‘দেশ এবং কর্ণাটকের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলাম৷’’ বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basabraj Bombai) , কংগ্রেসের হেভিওয়েট সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার এবং জেডি(এস)’র এইচডি কুমারস্বামী সহ হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ আজ। রাজ্যের ৩৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা।