অবশেষে এলো সেই দিন, জামালপুরের মাটিতে পা রাখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
দীপন চ্যাটার্জী
অবশেষে এলো সেই দিন জামালপুরের মাটিতে পা রাখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ, মাননীয় মলয় ঘটক,জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া শম্পা ধাড়া সহ তৃণমূলের জেলা এবং ব্লক নেতৃত্ব।
আজ জামালপুরের চারাবাগান মাঠে পূর্ব বর্ধমানের সমস্ত ব্লকের সমস্ত অঞ্চলের কর্মীদের নিয়ে শুরু হয় প্রার্থী বাছাই এর জন্য ভোটাভুটি। হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন এই ভোট গ্রহণ প্রক্রিয়ায়।
জামালপুরের মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ,পূর্ব বর্ধমান জুড়ে জনসংযোগ যাত্রা নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে! আমি নিজে তার অনেকটাই চাক্ষুষ করেছি! বাকিটা সম্পর্কে আমাকে অবহিত করলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। আজ জামালপুরে আয়োজিত অধিবেশনে তাঁরা সদলবলে অংশগ্রহণ করেছিলেন। প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় অংশগ্ৰহন করা যেতে পারে, এই ব্যতিক্রমী ভাবনাই গ্রামবাংলার মানুষকে আকর্ষিত করছে। এই গুরুত্ব প্রদানে তাঁরা সম্মানিত বোধ করছেন।
জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আমজনতার কাছে তৃণমূলের নবজোয়ার এর এই গ্রহণযোগ্যতাই ‘মানুষের পঞ্চায়েত’-এর ভিত গড়বে।