শিক্ষা

৩৬০০০ চাকরিহারাদের কি ভবিষ্যৎ? কি জানালেন পর্ষদ সভাপতি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৩৬০০০ চাকরিহারাদের কি ভবিষ্যৎ? কি জানালেন পর্ষদ সভাপতি?

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ২০১৬ সালে নিয়োগ হওয়া প্রায় ৩৬ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল হয়েছে। আদালত এই নির্দেশ দিলেও যাঁদের চাকরি প্রশ্নের মুখে, সেই শিক্ষকদের পাশেই দাঁড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

এ দিন পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul) স্পষ্ট করে দিয়েছেন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এই নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন তাঁরা৷ একই সঙ্গে গৌতম বাবু দাবি করেছেন, যে টেট উত্তীর্ণদের ২০১৬ সালে নিয়োগ করা হয়েছিল, তাঁদের প্রত্যেকেরই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে৷ প্রত্যেক প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট করা হয়েছে বলেও দাবি করেছেন পর্ষদ সভাপতি৷

আজই প্রাথমিকে এক সঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় প্রশিক্ষণ বিহীন ৩৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)৷ তিন মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি৷ তবে বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যে প্রার্থীরা চাকরি পাওয়ার পর ইতিমধ্যেই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁদের চাকরি থাকবে৷

হাইকোর্টের (Calcutta High Court) এই নির্দেশের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল৷ তিনি স্পষ্ট করে দেন, আদালত যে নির্দেশই দিক না কেন, যে প্রার্থীদের চাকরি নিয়ে বিতর্ক, তাঁদের পাশেই রয়েছে পর্ষদ৷ গৌতম বাবু দাবি করেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান আছে৷ আমরা আইনি পরামর্শ নিচ্ছি৷ আদালতেও আবেদন করতে চলেছি৷

নিয়ম মেনে প্রত্যেকের প্রশিক্ষণ হয়েছে৷ পর্ষদের পক্ষ থেকেও প্রশিক্ষণ করানো হয়েছে৷ বর্তমানে প্রশিক্ষণ বিহীন কেউ নেই৷ আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাব৷ গৌতমবাবু আরও দাবি করেন, যাঁরা চাকরি করছেন, তাঁদের প্রশিক্ষণের বিষয়টি মামলা চলাকালীন হলফনামা আকারে আদালতকেও জানানো হয়েছিল৷

আরও পড়ুন ::

Back to top button