Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হলিউড

চতুর্থ বার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছর বয়সী তারকা আল পাচিনো, অন্তঃস্বত্বা ২৯ বছরের বান্ধবী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চতুর্থ বার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছর বয়সী তারকা আল পাচিনো, অন্তঃস্বত্বা ২৯ বছরের বান্ধবী

হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো (Al Pachino)৷ ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৮৩ বছর বয়সি এই অভিনেতার তরফে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে আর এক মাস পরই আল পাচিনোর বান্ধবী নুর আলফাল্লাহ (Noor Al Fallah) জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের৷ পেশায় ছবির প্রযোজক ২৯ বছর বয়সি নুর (Noor Al Fallah) গত বছর এপ্রিল থেকে গডফাদার তারকা আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দর মহলে৷

তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর (Al Pachino) প্রাক্তন প্রেমিকা৷ এছাড়াও আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনোর (Al Pachino) ঔরসে৷ ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম বজায় ছিল৷ প্রযোজক নুর মহম্মদ এর আগে একাধিক সম্পর্কে ছিলেন৷ তাঁর প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন৷

প্রসঙ্গত , ‘গডফাদার ২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে৷ নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷ এবার প্রবীণ বয়সে পিতৃত্বকে স্বাগত জানিয়ে সহ-অভিনেতার পথে পা রাখতে চলেছেন আল পাচিনো-ও৷

অশীতিপর এই অভিনেতা গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল ছবিতে৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’-এর মতো ছবিতে৷

আরও পড়ুন ::

Back to top button