দহন জ্বালায় জ্বলছে রাজ্য, লু বইবার সম্ভবনা , বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
দহন জ্বালায় জ্বলছে রাজ্য। আগামী বুধবার পর্যন্ত চলবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে, তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হবে।
উত্তরবঙ্গেও (North Bengal) গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিম্পং-এ। কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল পশ্চিমবঙ্গ। কালবৈশাখী,শিলাবৃষ্টি, ঝড়-বৃষ্টির দাপটে অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ! কিন্তু স্বস্তি বেশিদিন টিকল না। ফের খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjeev Banerjee) জানালেন, এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
তাপপ্রবাহের সর্তকতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহ শুরু হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে। আজ এবং আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।