Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ভয়াবহ দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, সংঘর্ষে বেলাইন অধিকাংশ কামরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Coromandel Express Accident News : ভয়াবহ দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, সংঘর্ষে বেলাইন অধিকাংশ কামরা - West Bengal News 24

ওড়িশার বালেশ্বরে বড়সড় দুর্ঘটনার খবরে পড়ল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Koromondol Express)৷ সূত্রের খবর, ওড়িশার বালেশ্বরের কাছে একই লাইনে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে ট্রেনটির৷

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষের জেরে ট্রেনের অধিকাংশ কামরাই বেলাইন হয়েছে৷ যদিও দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনার যা প্রাথমিক ছবি দেখা গিয়েছে, তাতে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন রেল কর্তারা৷

ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থের উদ্দেশে রওনা দিয়েছে৷ রেল সূত্রে খবর, বালেশ্বরের প্রায় চল্লিশ কিলোমিটার আগে সোড়ো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে৷ তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছতেও সময় লাগছে৷

প্রাথমিক ভাবে স্থানীয় গ্রামবাসীরাই উদ্ধার কাজ শুরু করেছেন বলে খবর৷ ঘন অন্ধকারের কারণে এবং আলোর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ খড়্গপুরের ডিআরএম নিজেও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷ শুক্রবার দুপুর ২.৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ সন্ধে ৬.০৫-এ ট্রেনটির বালেশ্বরে পৌঁছনোর কথা ছিল৷ তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷

আরও পড়ুন ::

Back to top button