ঝাড়গ্রাম
পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সাইকেলে কেদারনাথ ভ্রমণ করে ফিরলেন ঝাড়গ্রামের তিন যুবক
স্বপ্নীল মজুমদার
পরিবেশ সচেনতার বার্তা নিয়ে পাঁচ রাজ্য ছুঁয়ে সাইকেলে কেদারনাথ ভ্রমণ সেরে ঝাড়গ্রামে ফিরে এলেন তিন যুবক। শুক্রবার শহরের পাঁচ মাথা মোড়ে ঝাড়গ্রাম সাইকেল রাইডার্স সংস্থার পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন সংস্থার সম্পাদক গোপাল মাইতি।
পরিবেশ সচেতনতার বার্তা দিতে ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়ার বাসিন্দা পীযূষ বেরা, সাগর পাল ও রাধানগর গ্রামের কৌশিক দাস গত ২৭ এপ্রিল সাইকেলে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হন।
ঝাড়গ্রাম সাইকেল রাইডার্সের সম্পাদক গোপাল মাইতি জানান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন জনপদ ছুঁয়ে প্রায় ১৭৬৬ কিমি পথ পাড়ি দিয়ে ওই তিন তরুণ গত ১৫ মে রাতে কেদারনাথে পৌঁছন।
তবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ১৫ কিমি পথে সাইকেল নিষিদ্ধ থাকায় তাঁরা ওইটুকু পথ হেঁটে পৌঁছন এবং হেঁটে কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে ফেরেন।