গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত আরও এক কুড়মি আন্দোলনের শীর্ষ নেতাকে গ্রেফতার করল সিআইডি।
ধৃত কৌশিক মাহাতোর বাড়ি জামবনির তুলসিবনিতে। তবে হামলার ঘটনার পর থেকে তিনি ফেরার ছিলেন। সিআইডির দাবি, হামলার অন্যতম চক্রী ছিলেন কৌশিক। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার বড়কলা গ্রাম থেকে কৌশিককে গ্রেফতার করা হয়।
এই নিয়ে হামলার ঘটনায় ১১ জন গ্রেফতার হলেন। শুক্রবার কৌশিককে ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে সিআইডির আবেদনের ভিত্তিতে বিচারক জীমূতবাহন বিশ্বাস অভিযুক্তকে ছয়দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।
এদিন আদালতে ওঠার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কৌশিক বলেন, কুড়মি আন্দোলন ভাঙার জন্য চক্রান্ত করা হচ্ছে। মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। আন্দেলন চলবে। এদিন সরকারি আইনজীবী প্রশান্ত রায় জানান, ষড়যন্ত্রে আরও কারা জড়িত, কি উদ্দেশ্যে হামলা হয়েছিল এসব তথ্য জানার জন্য ধৃতকে জেরা করা প্রয়োজন।
ধৃতকে সিআইডি আট দিন হেফাজতে চেয়েছিল। বিচারক ছয় দিন সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। এর আগে গ্রেফতার হয়েছেন জয় মাহাতো। তিনিও সিআইডি হেফাজতে আছেন। রাজেশ মাহাতো সহ বাকি ৯ অভিযুক্ত বর্তমানে জেল হাজতে রয়েছেন।