এ শহর মেসিকে আগেও একবার দেখেছে। এ শহর দিয়েগো মারাদোনাকে দেখেছে। দেখেছে ভালদেরামা, পেলে, কাফুর মতো মহাতারকাদের। এ শহর এবার দেখল বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজকে (Emi Martinez)।
মেসিকে আরও একবার দেখতে চায় শহর কলকাতা। মেসিকে আরও একবার হাতের নাগালে পেতে চায় বাংলার অগণিত ফুটবলপ্রেমী। আসলে আগে যখন এ শহর মেসিকে দেখেছিল, তখন তিনি বিশ্বকাপজয়ী ছিলেন না। এখন তিনি বিশ্বজয় করেছেন।
যত দিন গড়িয়েছে, মেসির স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, গেম মেকিং যেন আরও ধারালো হয়েছে ! এ শহর গত দুদিন ধরে এমি মার্টিনেজকে (Emi Martinez) ছুঁয়ে মেসিকে স্পর্শ করার অনুভূতি পেতে চেয়েছে। কারণ তিনি মেসির দলের গোলকিপার। মেসি তাঁকে ভালবাসেন। মেসিকে তিনি চাইলেই ছুঁতে পারেন। তাই তাঁকে ছুঁলেই যেন মেসিকে ছোঁয়ার অনুভূতি জেগে ওঠে!
এমি মার্টিনেজ (Emi Martinez) এদিন সল্টলেকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে দামি কথা দিয়ে বসলেন। তিনি জানালেন, মেসিকে আরেকবার ভারতে খেলার জন্য নিয়ে আসতে চান তিনি। কারণ ভারতে এসে তিনি নিজেই আপ্লুত। এখানকার আতিথেয়তা, আপ্যায়ন তিনি ভুলতে পারবেন না। এমি বলেই ফেললেন, ভারতে আসা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে।