অবাধে ছাপ্পা মেরেও হলো না লাভ, রাজ্যে ৬৯৬ বুথে পঞ্চায়েতের পুনর্নির্বাচন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
আজ, সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে প্রতি বুথে হাফ সেকশন নয়, ন্যূনতম ১ সেকশন বা ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ এই মর্মে কমিশনকে চিঠি দিয়েছে বিএসএফ। যে সব ভোটগ্রহণ কেন্দ্রে ১ টি বা দুটি বুথ সেই সব কেন্দ্রে ৮ জন এবং যে সব বুথে তিনটে বা চারটে বুথ সেই সব বুথের প্রতিটিতে ১৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।
ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্যও সোমবার মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মূলত ব্যালট বাক্স লুঠ ও ছাপ্পা ভোট আটকাতে কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাজ্য নির্বাচন কমিশনের। সোমবার রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতে সব মিলিয়ে ৬৯৬ বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭ থেকে বিকেল ৫ টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।
এদিন মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (State Election Commission)। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে, ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে ভোট ঘিরে হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।