Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

আর নীল – সাদা নয়, বন্দে ভারতের রং গেরুয়া, নয়া উদ্যোগ ভারতীয় রেলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আর নীল - সাদা নয়, বন্দে ভারতের রং গেরুয়া, নয়া উদ্যোগ ভারতীয় রেলের

বন্দে ভারত ট্রেনের (Vonde Bharat Express) রঙ এবার ‘গেরুয়া’! নীল-সাদা অতীত। নতুন ঝকঝকে বন্দে ভারত সাজল নতুন রঙে। কোথা থেকে এই নতুন রঙের অনুপ্রেরণা পেলেন, জানালেন রেলমন্ত্রী। ছবি দেখলে আপনিও অবাক হবেন।

সারা দেশে একের পর এক বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে। রেলওয়ে বন্দে ভারত ট্রেনগুলিকেও আপগ্রেড করছে প্রতি মুহূর্তে। যাত্রীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতেই বদলে দেওয়া হচ্ছে ট্রেনগুলির ভিতর ও বাহির, লুক থেকে পরিষেবা।

নতুন গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস, যদিও, এখনও চালু হয়নি এবং বর্তমানে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) পার্ক করা হয়েছে, যেখানে বন্দে ভারত ট্রেনগুলি তৈরি করা হয়৷ এবার নয়া পর্বে বন্দে ভারত ট্রেনে এসেছে নতুন পরিবর্তন। বন্দে ভারত ট্রেনকেও এখন ‘জাফরান’ বা ‘গেরুয়া’ রঙে দেখা যাবে। রেলের আধিকারিকরা শনিবার জানিয়েছেন যে ভারতে তৈরি সেমি-হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের ২৮ তম রেকের রঙ হবে ‘জাফরান’।

বন্দে ভারত ট্রেনগুলিতে ২৫টি পরিবর্তন করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই ট্রেনটি মেক ইন ইন্ডিয়ার বাহক। শুধু তাই নয়, এটি ভারতের নিজস্ব প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা এই দেশেই ডিজাইন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দুটি নতুন এবং আপগ্রেড সংস্করণ – গোরখপুর-লখনউ এবং যোধপুর-সবরমতি-র যাত্রার শুভ সূচনা করেছেন। গোটা দেশের যাত্রী পরিষেবাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button