দু’বছর হয়ে গেল খেলা হবে স্লোগানের। ২০২১ সালের বিধানসভা ভোটের (Assembly Election) আসরে এই একটা স্লোগান নজর কেড়েছিল গোটা দেশের৷ বাংলার গন্ডি পেরিয়ে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে খেলা হবে স্লোগানকে ব্যবহার করছে। এবার ২১’শে জুলাইয়ের প্রচারে আরও এক থিম সং নিয়ে এলল তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool।Chatra Parishad)।
ইতিমধ্যেই জেলায় জেলায় ২১শে জুলাই নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) পরে এই সমাবেশ৷ সেখানে রেকর্ড জমায়েত চায় শাসক দল। তাই নানাভাবে এই কর্মসূচিকে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
২১ শে জুলাই ২০২৩ এর খুঁটিপূজা হয়েছে শুক্রবার। মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহায়তায় ২১ শে জুলাই শহিদদের স্মরণ করে একটি গান রিলিজ করা হয়েছে।
গানটি রিলিজ করেন বিধায়ক তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নেতা। গানটির কথা , সুর ও কণ্ঠে সাহেব সাহা। এছাড়াও কণ্ঠে রয়েছেন বৈশালী, সৈকত, অয়ন, বিশ্বজিৎ , সুমন , রাজন্যা। সংগীত আয়োজন করেছেন অনিক ত্রিপন।
রেকর্ডিস্ট ও শব্দ মিশ্রণ করেছেন জয়জিৎ অধিকারী। ২০২১ বিধানসভা ভোটে খেলা হবে ছিল অন্যতম আকর্ষণ। এবার নয়া গানের লক্ষ্য কি ২০২৪-এর লোকসভা ?