Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

গুপ্তচরবৃত্তির শঙ্কায় আমেরিকার তৈরি আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করছে: আজ (সোমবার) থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যে-কোনো ধরনের আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে: মার্কিন নির্মিত আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে। ইতোমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে ।

রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে প্রমাণ হয় সেদেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

এই ডিভাইসগুলোর মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগেুলো অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button