মণিপুরে মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মণিপুরে মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Suprime Court)৷ আদালতের পক্ষ থেকে জানানো হল, ‘আমরা সামান্য সময় সরকারকে দিচ্ছি৷ সেই সময়ের মধ্যে আদালতকে পদক্ষেপ করতে হবে৷ না করলে আমাদের এই গোটা বিষয়টির মধ্যে ঢুকতে হবে৷’ মণিপুরের ঘটনা নিয়ে কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল সুপ্রিম কোর্টের (Suprime Court) প্রধান বিচারপতিকে৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে সুপ্রিম কোর্ট৷
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যায়, মণিপুরের মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে৷ তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে৷ জনজাতির মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই মণিপুর অশান্ত রয়েছে, তার মধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসায় কার্যত ঝড় উঠেছে গোটা দেশে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন৷
সেই ঘটনা নিয়েই বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের (Suprime Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) অ্যটার্নি জেনারেল আর ভেঙ্কটাস্বামী ও সলিসিটর জেনারেল তুষার মেহতার উপস্থিতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেন৷
আদালত বসার পর তাঁদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল মণিপুরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেটি দেখে আমরা গভীরভাবে উদ্বীগ্ন৷ আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি৷ সময় এসেছে, সরকার যেন এখনই দ্রুত ও সদর্থক পদক্ষেপ করে৷ এটি একেবারেই গ্রহণযোগ্য নয়৷’
আদালত উদ্বেগ প্রকাশ করে আরও জানিয়েছেন, ‘কোনও সাম্প্রদায়িক হিংসার মাঝে একজন মহিলাকে উপস্থিত করে লিঙ্গ হিংসাকে প্রাধান্য দেওয়ার ঘটনা খুবই অস্বস্তিকর৷ এটি একটি নৃশংসতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা৷’ ঘটনাটি অনেক পুরনো, গত মে মাসের ৪ তারিখের, তবুও তাতে মন্তব্য পাল্টায়নি প্রধান বিচারপতির৷