Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

ভারত গৌরব টুরিস্ট স্পেশাল ট্রেন থামবে মেচেদা, খড়্গপুর ও ঝাড়গ্রাম স্টেশনে

স্বপ্নীল মজুমদার

Bharat Gaurav Tourist Train : ভারত গৌরব টুরিস্ট স্পেশাল ট্রেন থামবে মেচেদা, খড়্গপুর ও ঝাড়গ্রাম স্টেশনে - West Bengal News 24

রেলের তত্ত্বাবধানে উত্তর ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

বুধবার ঝাড়গ্রাম শহরের সংবাদ ভবনে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিশদে জানালেন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের (আইআরসিটিসি) কর্তারা।

সংস্থার কলকাতা কার্যালয়ের চিফ সুপারভাইজার সৌরভ চট্টোপাধ্যায় ও অ্যাসিস্ট্যান্ট সুপার ভাইজার বিশ্বজিৎ দে সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী ১১ অগস্ট ভারত গৌরব টুরিস্ট ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

ওই ট্রেনে দশদিনের ট্যুর প্যাকেজে ভ্রমণার্থীদের হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা ঘুরিয়ে দেখানো হবে।

এ জন্য ওই দিন ট্রেনটি মেচেদা, খড়্গপুর ও ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দেবে। ইকোনমি, স্ট্যান্ডার্ড ও ডিলাক্স এই তিনটি ক্লাসে আসন সংরক্ষণ করা যাবে।

ইকোনমি ক্লাসে জনপ্রতি খরচ ১৭,৭০০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসে মাথা পিছু খরচ ২৭,৪০০ টাকা ও কমফোর্ট ক্লাসে মাথা পিছু খরচ ৩০,৩০০ টাকা।

ওই টাকায় রেল, বাস, হোটেল, খাওয়াদাওয়া সহ যাবতীয় পরিষেবা মিলবে। যাত্রীরা ভ্রমণ বিমার আওতায় থাকবেন।

আরও পড়ুন ::

Back to top button