Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

ক্রমশ সুস্থতার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্বস্তিজনক মেডিকেল বুলেটিন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Buddhadeb Bhattacharjee : ক্রমশ সুস্থতার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্বস্তিজনক মেডিকেল বুলেটিন - West Bengal News 24
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত চলবে অ্যান্টিবায়োটিক। তবে স্থিতিশীল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি। এই মুহূর্তে নন ইনভেসি ভেন্টিলেশন কেয়ারে রয়েছেন প্রবীণ রাজনীতিক।

২৯ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ১১ চিকিৎসকের মেডিকেল টিম তাঁর পর্যবেক্ষণ করছেন। তাঁর চিকিৎসায় কোনও গাফিলতি রাখা হচ্ছে না। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্‌‌রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট) এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি)।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যর ‘ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ চলবে। এটা শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতাই বৃদ্ধি করবে না, পাশাপাশি চলনশক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে। চিকিৎসক মহল সূত্রে খবর, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে ফিজিয়োথেরাপি করানো হবে।

Buddhadeb Bhattacharjee : ক্রমশ সুস্থতার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্বস্তিজনক মেডিকেল বুলেটিন - West Bengal News 24

বুধবার আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অসীম দাশগুপ্ত। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তও হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন গিয়েছি তখন ঘুমোচ্ছিল। তবে অবস্থার অনেকটা উন্নতি হচ্ছে এবং হয়ে চলেছে। কোন সূচকে উন্নতি হচ্ছে সেগুলো চিকিৎসাকরা বলবেন।’

আরও পড়ুন ::

Back to top button