গত ১৫ নভেম্বর ঝাড়গ্রাম জেলার সংবাদভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সভা সেরে ফেরার পথে তাঁর সেখানে যাওয়ার কথা থাকলেও সময়াভাবে মুখ্যমন্ত্রী সংবাদ ভবন পরিদর্শন করতে পারেননি।
তবে মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর সংবাদ ভবন পরিদর্শনে এলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন ও সংস্কৃতি পর্ষদের সদস্য শিবশঙ্কর সরেন। তাঁরা বেশ কিছুক্ষণ সময় কাটালেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিন এসেছিলেন মন্ত্রী বিরবাহা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের উদ্যোগে গত বছর পুরাতন ঝাড়গ্রাম এলাকায় সংবাদভবনটি তৈরি হয়েছে। জেলার একমাত্র রেজিস্টার্ড সাংবাদিক সংগঠন ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’কে ভবনটি হস্তান্তর করে দিয়েছে প্রশাসন।
ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জন্য সংবাদভবন তৈরি করে দিয়েছেন। এ জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।’’
মুখ্যমন্ত্রী যদি সংবাদভবনে যান, সেজন্য প্রশাসনের উদ্যোগে পিচ রাস্তা থেকে সংবাদভবন পর্যন্ত রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে। অশোক বলছেন, এটাও বড় প্রাপ্তি।