ঝাড়গ্রাম

সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে ১ লক্ষ টাকা আত্মসাত, অভিযুক্ত গ্রেফতার

স্বপ্নীল মজুমদার

সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে ১ লক্ষ টাকা আত্মসাত, অভিযুক্ত গ্রেফতার
প্রতীকী ছবি

নাচের প্রতিযোগিতার মাধ্যমে টিভিতে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

বে‌লপাহাড়ি থানার কাঁকড়াঝোকর এলাকার ঘটনা। ধৃতের নাম উত্তমকুমার বেরা। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার নন্দপুর বরাঘুনি পঞ্চায়েতের কোটবাড় গ্রামে।

শনিবার রাতে ওই যুবককে ওই এলাকা থেকে গ্রেফতার করে বেলপাহাড়ি থানার পুলিশ। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৩ দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই কাঁকড়াঝোর মোড়ে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে এক কিশোরী প্রথম হয়। ওই কিশোরীকে টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দেওয়া হয়।

কিশোরীর বাবা শিশির মাহাতো সংস্থার প্রতিনিধিদের প্রথমে দু’দফায় ১ লক্ষ টাকা দেন। পরে আরও দু’লক্ষ টাকা চায় সংস্থাটি। এরপরই শিশিরবাবুর সন্দেহ হওয়ায় তিনি বেলপাহাড়ি থানায় শনিবার অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রতারক চক্ররে বাকিদের খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button