টলিউড

নিজের চরকায় তেল….অভিনেত্রী সৌমিতৃষা কাকে বললেন এমন কথা ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Soumitrisha Kundu : নিজের চরকায় তেল….অভিনেত্রী সৌমিতৃষা কাকে বললেন এমন কথা ? - West Bengal News 24

তিনি মিঠাই । নিজের অভিনয় দক্ষতার কারনে সুপারস্টার দেবের সাথে স্ক্রিন শেয়ার করছেন। সৌমিতৃষার ভক্তসংখ্যা আকাশছোঁয়া। এ হেন সৌমিতৃষা নিজের চড়কায় তেল দিতে বললেন কাকে?

ইনস্টাগ্রাম থেকে মাঝেমধ্যে মুখ ফিরিয়ে নিলেও সৌমিতৃষা তাঁর নিত্যনৈমিত্তিক রুটিন শেয়ার করেন সেখানেই। কখনও সামাজিক বার্তা আবার কখনও বা তাঁর প্রিয় গোপালের কোনও ভিডিয়ো প্রায়শই দেখতে পাওয়া যায় তাঁর ইনস্টা স্টোরিতে। কখনও বা আবার শেয়ার করেন ভালবাসা নিয়ে নানা বক্তব্য। এমনিতে সিঙ্গল সৌমিতৃষা তাঁকে নিয়ে লাগাতার এ হেন রটনায় কি খানিক বিরক্ত ?

শুক্রবার শেয়ার করেছেন আরও এক ছবি। যে ছবিতে লেখা, “আমার পোস্ট গুলি তোমার সব কিছু গুলিয়ে দেব। তুমি ভাববে আমি প্রেম পড়েছি, আবার কখনও আবার বুঝি মন ভেঙেছে। আর এর পর মুহূর্তেই তোমার মনে হবে আমি সিঙ্গল। তাই নিজের চরকায় নিজেই তেম দাও (মাইন্ড ইওর ওন বিজনেস)।”

যারা অহেতুক ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেন, যাঁদের কাছে তাঁর কাজ তাঁদের উদ্দেশেই কি খানিক কড়া হলেন ‘মিঠাই’ ? বড় পর্দা তাঁকে কতটা কাছে টানতে পারে , এখন সেটাই দেখার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য