Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

‘ইন্ডিয়া’র জন্যই এলপিজি সিলিন্ডারের দাম কমাতে বাধ্য কেন্দ্রীয় সরকার, গ্যাসের দাম কমানো নিয়ে মমতা শুভেন্দু দ্বৈরথ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ইন্ডিয়া’র জন্যই এলপিজি সিলিন্ডারের দাম কমাতে বাধ্য কেন্দ্রীয় সরকার, গ্যাসের দাম কমানো নিয়ে মমতা শুভেন্দু দ্বৈরথ

রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে মমতা শুভেন্দু দ্বৈরথ। রান্নার গ্যাসের দাম কমানো প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট করেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটকে রিট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখলেন, ‘এলপিজি সিলিন্ডারের দাম তো মোদিজি ১১০০/- টাকা থেকে কমিয়ে ৯০০/- টাকা করে দিলেন। ভারতবর্ষের ৩৩ কোটি গ্রাহক লাভবান হবেন। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ৯ কোটি ৬০ লক্ষ গ্রাহক ৭০০ টাকায় সিলিন্ডার পাবেন, কারণ ওনারা আগে থেকেই ২০০ টাকা কমে পাচ্ছিলেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আরও ৭৫ লক্ষ গ্রাহকদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই উক্ত প্রকল্পের মাধ্যমে লাভবান গ্রাহকদের সংখ্যা ১০ কোটি ৩৫ লক্ষ হয়ে যাবে।’

মুখ্যমন্ত্রীর ট্যুইটের পরিপ্রেক্ষিতে রিট্যুইটে শুভেন্দু এও লেখেন,’এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্র সরকারের ভূমিকা নেই বললেই চলে, কারণ এই পণ্য মূলত আমদানি করতে হয়। বিশ্ববাজারের দামের পুনর্বিশ্লেষণ করে এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম দিন দিন মহার্ঘ হয়েছে, এমনকি প্রায় ৩০০% দাম বৃদ্ধি হয়। কিন্তু সেই অনুপাতে ভারতে দাম বাড়েনি।’

‘জনদরদী কেন্দ্রীয় সরকার ৬৩% দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছিলেন। তা কেন্দ্রীয় সরকার তো দাম কমালো, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এলপিজি সিলিন্ডারের থেকে যে পরিমাণ কর আদায় করে থাকেন তা ৫০% কমিয়ে সিলিন্ডারের দাম আরও কমিয়ে দিন। তবেই তো বাংলার মানুষ জানবে আপনি কত জনদরদী।’

কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়া-র জন্যই এলপিজি সিলিন্ডারের দাম কমাতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কথায় ,’আপনার দৌলতে পশ্চিমবঙ্গের অর্থনীতি ৩ টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে :-১) ভাতা ২) ডিয়ার লটারি ৩) পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান। বিগত ১২ বছরে আপনার কৃতিত্ব হল বাংলায় ২ কোটি বেকার তৈরি করা ও ৫০ লক্ষ রাজ্যবাসীকে পরিযায়ী শ্রমিক বানিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া।’

বর্তমানে কলকাতায় এলপিজি গ্যাসের দাম ১১২৯ টাকা। এবার থেকে সেই দাম কমে হবে ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাসের দাম। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। উজ্জ্বলা যোজনায় সারা বছর মোট ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে পান উপভোক্তারা। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুক্তি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button