Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জানা-অজানা

কোথায় আপনার ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার হচ্ছে চাইলেই জানতে পারবেন? কিন্তু কীভাবে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কোথায় আপনার ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার হচ্ছে চাইলেই জানতে পারবেন? কিন্তু কীভাবে?

অজানা কেউ বেআইনিভাবে আপনার আধার নম্বর ব্যবহার করে কোনও প্রতারণার চেষ্টা করছে কিনা জানা যাবে। যার নামে আধার কার্ড রয়েছে সে এবার আধার কার্ডের ইতিহাস জানতে পারবে। অর্থাৎ কখন , কোথায় আপনার ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার হচ্ছে তা চাইলেই অনলাইনে আপনি দেখতে পারবেন।

১) প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যান।
২) আধারের ওয়েবসাইটে গিয়ে ‘মাই আধার’ অপশন নির্বাচিত করুন।
৩) আধার সার্ভিস অপশনের নীচে ‘আধার যাচাই ইতিহাস’ অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন।
৪) এবার একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে ১২ সংখ্যার আপনার আধার নম্বর দিন।
৫) আপনার আধার নম্বর যাচাই করতে মোবাইল বা মেলে একটি সিকিউরিটি কোড এবং OTP যাবে। সেটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে।
৬) এরপর আধার কার্ডের ইতিহাস ডাউনলোড অপশন আসবে।

আরও পড়ুন :: আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই – নামমাত্র খরচে বাড়িতে বসেই পাবেন আধার কার্ড

আধার কার্ড ইতিহাস অপশন ডাউনলোড করলেই আধার ব্যবহারের বিস্তারিত তথ্য দেখা যাবে। কোনও ভুল বা সন্দেহজনক ব্যবহার হয়েছে মনে হলে অবিলম্বে UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

UIDAI এর টোল ফ্রি নম্বর ১৯৪৭ অথবা ই-মেল [email protected] -এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আধার ব্যবহারের পরই এভাবে ইতিহাস দেখে নেওয়া অভ্যাসে পরিণত করুন। তাহলে আধার প্রতারণা অনেকাংশে এড়ানো যাবে বলে UIDAI কর্তৃপক্ষের দাবি।

আরও পড়ুন ::

Back to top button