কর্ম সন্ধান
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ। মোট ১০৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ৬ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। পুজোর আগেই চাকরি সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
কীভাবে আবেদন করবেন ?
- এই শূন্যপদে আবেদনের জন্য় প্রথমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ ক্লিক করতে হবে।
- এবার হোম পেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপরে “রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অব আর্মারার অ্যান্ড কন্ট্রোল রুম অপারেটর” অপশনে ক্লি করতে হবে।
- এবার লগ ইন করতে হবে। নতুন আবেদনকারীদের রেজিস্ট্রেশন করাতে হবে।
- এবার আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য আপলোড করুন।
- এরপরে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনপত্র জমা পড়ে যাবে।
এই শূন্যপদে নিয়োগের জন্য ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা ও ২৫ নম্বরের ইন্টারভিউ হবে। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে এই পরীক্ষা হতে পারে।
আর্মারার ও কন্ট্রোল রুম অপারেটর হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ৮৯ টি পদ কন্ট্রোল রুম অপারেটরের এবং বাকি ১৮টি পদ আর্মারারের জন্য।
অবসরপ্রাপ্ত কর্মী, প্রাক্তন দমকলকর্মী, প্রাক্তন সিএপিএফ-রা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।