আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড তো বটেই দেখা যাবে একগুচ্ছ বলিতারকাকে।
এর আগে রাখীর দিন অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বের হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বিগ-বি’কে। এবারে যে তিনি থাকবেন তা নিশ্চিত। থাকতে পারেন অমিতাভ পত্নী।
গত বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবের আসন আলো করেছিলেন শাহরুখ খান। বাংলায় বেশ বড়সড় এক ভাষণ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সখ্যর জেরে আমন্ত্রণ পৌঁছেছে তাঁর কাছেও। যদিও তিনি এখনও আসবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য নেই। দেখা যেতে পারে সলমন খানকে।