Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

‘‘সময় নষ্ট, রাজনৈতিক প্রভুদের ইচ্ছায় অনেক কাজ করতে হয়” – সিজিও থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : ‘‘সময় নষ্ট, রাজনৈতিক প্রভুদের ইচ্ছায় অনেক কাজ করতে হয়” – সিজিও থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেক - West Bengal News 24

‘যাঁরা রাজনৈতিক ভাবে লড়তে পারে না.. ধূপগুড়ি নির্বাচন এ হেরে যাওয়ার পর ED দিয়ে ডেকে ফল উল্টোবে না..’’ সিজিও কমপ্লেক্সে কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বেরিয়ে বললেন, ‘সময় নষ্ট!’

অভিষেক বলেন, ‘‘প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোথাও যাচ্ছি না৷ টানা ৯৬ ঘণ্টা জেরা করলেও আমার এতটুকু যায় আসে না৷ বাংলার মানুষ মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করতে জানি না৷ আবার ডাকলে আবার আসব , সাহায্য করব৷ ’’।

এদিন বৃষ্টির মাঝে ছাতা মাথায় বেরিয়ে আসেন অভিষেক৷ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘‘সময় নষ্ট , রাজনৈতিক প্রভুদের ইচ্ছায় অনেক কাজ করতে হয়। আমি ওদের (কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের) দোষ দিই না। আগের দিন শূন্য বলেছিলাম। আজ বলছি -২। আগামী দিনে ডাকলে আরও মাইনাস হবে। আমায় ডাকলে ধূপগুড়ির ফল বদলাবে না। পঞ্চায়েত ফল বদলাবে না। আগামী দিনে জন সমর্থন বাড়বে আমাদের৷

বুধবার বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ সকাল ১১টা ৩৪ মিনিটে ঢুকেছিলেন৷ বেরলেন যখন ঘড়িতে বাজে ৮টা ৫৪৷ প্রায় সাড়ে ন’ঘণ্টা পর ইডির সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন ::

Back to top button